নিজস্ব প্রতিবেদন: মোবাইল ফোনের বাজার ভালো করতে প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ছবি ব্যবহার করেছেন উত্তরপ্রদেশের এক মন্ত্রীর ভাই। জানাজানি হওয়ার পরই প্রতারণার অভিযোগ করা হয়েছে স্থানীয় থানায়।   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 এক পুলিস আধিকারিক জানান, এ ব্যাপারে হজরতগঞ্জ থানায় ২৬ ডিসেম্বর ললিত আগরওয়ালের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়। উত্তর প্রদেশের ভোকেশনাল শিক্ষা এবং দক্ষতা বিকাশের প্রতিমন্ত্রী কপিল দেব আগরওয়ালের ভাই ললিত আগরওয়াল। বিরোধী কংগ্রেস বিষয়টি নিয়ে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে।


কপিল দেব আগরওয়ালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পিটিআইকে বলেন, “আমার ভাইকে  টার্গেট করা হচ্ছে। এই সমস্ত অভিযোগের কোনও গুরুত্ব নেই। ”  ললিত আগরওয়াল, যিনি একটি বিজ্ঞাপন সংস্থা পরিচালনা করেন। একটি দেশীয় মোবাইল ফোনের বাজার দৃঢ় করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং যোগী আদিত্যনাথের ছবি রাখে হোর্ডিংয়ে।  


ইতিমধ্যে, বিজ্ঞাপন সংস্থা ক্ষমাও চেয়েছে বলে খবর। এদিকে, কংগ্রেসের প্রধান অজয় ​​কুমার লাল্লু এই বিষয়টি তদন্তের দাবি করেছেন।