নিজস্ব প্রতিবেদন :  সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে আগুন৷ সোমবার প্রধানমন্ত্রীর বাসভবন ৭ নম্বর লোক কল্যাণ মার্গে সন্ধ্যা ৭.২৫ মিনিট নাগাদ আগুন লাগে বলে জানা গিয়েছে৷ ঘটনাস্থলে দমকলের ৯টি ইঞ্জিন পৌঁছায়৷



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানা গিয়েছে, ৯ লোক কল্যাণ মার্গে সন্ধ্যায় সামান্য আগুন লাগে। প্রধানমন্ত্রীর বাড়ি কিংবা অফিস এলাকায় কোনও আগুন লাগে নি। রিসেপশন অফিসে আগুন লাগে সামান্য। দ্রুত দমকলের ৯টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে। দ্রুত নিয়ন্ত্রণে চলে আসে আগুনও।



সর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।  শেষবার মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন প্রধানমন্ত্রীর বাসভবনে আগুন লাগে। 


আরও পড়ুন - ক্রেতা না পাওয়া গেলে, বন্ধ হয়ে যেতে পারে এয়ার ইন্ডিয়া!