ওয়েব ডেস্ক: প্রতিদিন যে জিনিসটায় সওয়ার হয়ে আপনার গন্তব্যে পৌঁছে যান, সেটা নিয়ে অন্যদিন হয়তো এত ভাবার সময় আপনার হয় না। যদি হয়ও, সেটাও শুধু বিরক্তির। কেন এত ভিড়। দরকারের সময় ট্রেন পাওয়া যায় না। ভাড়া দিনের পর দিন বেড়েই চলেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কিন্তু আজ আপনি অধীর আগ্রহে তাকিয়ে রয়েছেন, রেলের কিছু ইতিবাচক দিক নিয়েও। সেইজন্যই আপনাকে আজ আমরা দিচ্ছি ভারতীয় রেল সম্পর্কে বিশেষ কিছু তথ্য। যেগুলো, আপনাকে খুবই ভালো লাগা কাজ করাবে। এখানেই দেখে নিন, ভারতীয় রেল কোন কোন জায়গায় সবথেকে বড় বাঁকগুলো নেয়। দেখলে শিহরিত হবেন। রোমাঞ্চ লাগবে। রেলে চেপে এই জায়গাগুলোতে পারলে পরে কখনও ঘুরেও আসবেন।