মৌমিতা চক্রবর্তী: এখন সুতোয় ঝুলছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) ভাগ্য়। ইতিমধ্যে প্রায় ৪২ জন বিধায়ক বিদ্রোহ করে একনাথ শিন্ডের (Eknath Shinde) দিকে চলে গিয়েছেন। সরকার গড়ার তোড়জোড় শুরু করেছে বিজেপি (BJP)। এই অবস্থায় শিবসেনার (Shiv Sena) পাশে 'সমব্যথী'র ভূমিকায় সিপিএম (CPIM)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত কয়েকদিন ধরে মহারাষ্ট্র সরকারের যে টলমল পরিস্থিতি চলছে, তা নিয়ে বিজেপিকে (BJP) নিশানা করল সিপিএম (CPIM) পলিটব্যুরো। ইতিমধ্যে মুম্বই থেকে শিবসেনা (Shiv Sena) বিধায়কদের প্রথমে নিয়ে যাওয়া হয় গুজরাটের সুরাটে। সেখান থেকে রাতারাতি চার্টার্ড বিমান তাঁদের নিয়ে যাওয়া হয় অসমের গুয়াহাটির বিলাসবহুল হোটেলে। উদ্ধব ঠাকরের পাশ থেকে সরে গিয়েছে প্রায় ৪২ জন বিধায়ক। বর্তমানে শিবসেনা আড়াআড়ি দুটো শিবিরে বিভক্ত। একদিকে বালসাহেব ঠাকরের ছেলে উদ্ধব, অন্যদিকে একনাথ শিন্ডে (Eknath Shinde)।


বৃহস্পতিবার গোটা ঘটনার নিন্দা করেছে সিপিএম-এর (CPIM) পলিটব্যুরো। গোটা ঘটনাকে বিজেপির ষড়যন্ত্র এবং ক্ষমতার অপব্যবহার বলে দাবি করেছে তাঁরা। বামেদের অভিযোগ, কেন্দ্রীয় এজেন্সি ব্যবহার করে মহারাষ্ট্রে বিরোধী জোটের বিধায়কদের ভয় দেখানো হচ্ছে। 


সিপিএম (CPIM)-এর এই 'শিবসেনা' প্রীতি দেখে স্বভাবতই চমকে উঠছে রাজনৈতিক মহল। কারণ, অবশ্যই মতাদর্শ। যদিও এই যুক্তি মানতে নারাজ 'কাস্তে-হাতুড়ি-তারা' শিবির। তাঁদের বক্তব্য, মতাদর্শগত ভাবে শিবসেনার বিরোধী হলেও, বিরোধীদের কণ্ঠরোধের যে চেষ্টা বিজেপি করছে, সিপিএম তার প্রতিবাদ করছে। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)