ওয়েব ডেস্ক:   মাত্র কয়েকদিন আগেই বুলেট ট্রেন প্রকল্পের শিলান্যাস হল আমেদাবাদে। আর এরই মধ্যে ফের একবার ঝাঁ চকচকে একেবারে ব্র্যান্ড নিউ রাজধানী এক্সপ্রেস আনতে চলেছে ভারতীয় রেলওয়ে। মুম্বই দিল্লি রুটে চলবে এই ট্রেন। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, দীপাবলিতেই এই ট্রেনের পরিষেবা পাবে  আম জনতা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বান্দ্রা ও নিজামুদ্দিনের দূরত্ব ১৩ ঘণ্টায় অতিক্রম করবে  এই নতুন  রাজধানী। আপাতত এই রুটেই অগাস্ট ক্রান্তি রাজধানী ও মুম্বই সেন্ট্রাল নিউ দিল্লি রাজধানী  চলে। একই দূরত্ব অতিক্রম করতে এই দুটি ট্রেন সময় নেয় ১৫ ঘণ্টারও বেশি।


সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে রেলের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, ২-১ দিনের মধ্যেই নতুন এই ট্রেনের ট্রায়াল রান শুরু হয়ে যাবে। ট্রেনের যাত্রাপথ যাতে আরও ২ ঘণ্টা কমানো যায়, সেই চেষ্টাতেই এই উদ্যোগ।


এই ট্রেনে রয়েছে আরও একটি দারুণ বিষয়। এই রাজধানীতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি Linke Hofmann Busch কোচ। এই কোচের বিশেষত্ব হল, কোনও দুর্ঘটনায় এই কোচের বেলাইন হওয়ার সম্ভাবনা অনেকটা কম। ফলে ট্রেন দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির আশঙ্কাও অনেকটা কমবে বলে আশাবাদী রেল।