রাজ্যের আরও এক সাংসদ এবার ঠাঁই পেলেন মোদী মন্ত্রিসভায়। বাবুল সুপ্রিয় পর এবার এসএস আলুওয়ালিয়া। আজ প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ এসএস আলুওয়ালিয়া। এর আগে ২০১০-২০১২ সালে রাজ্যসভায় তিনি ডেপুটি বিরোধী দলনেতার দায়িত্ব সামলেছিলেন। পিভি নরসিমা রাওয়ের মন্ত্রিসভাতে তিনি প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আজ মোদী মন্ত্রিসভায় ১৯জন নতুন মন্ত্রী শপথ নিলেন। পরিবেশ মন্ত্রী প্রকাশ জাভেরকর পূর্ণমন্ত্রীর মর্যাদা পেলেন। মন্ত্রী হলেন বিজেপি-র রাজ্যসভার সাংবাদিক সাংসদ এম জে আকবর।


কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদলে বিধানসভা ভোটের কথা মাথায় রেখে এবার উত্তরপ্রদেশ থেকে বেশ কয়েকজনকে ক্যাবিনেটে আনলেন নরেন্দ্র মোদী। কাজের মূল্যায়নের নিরিখে মন্ত্রিসভা থেকে বাদ পড়ছেন বেশ কয়েকজন পূর্ণ মন্ত্রী এবং প্রতিমন্ত্রী।