ওয়েব ডেস্ক: রবিবার উরি, মঙ্গলবার নওগাম, বৃহস্পতিবার উরন। সন্ত্রাসের ত্র্যহস্পর্শে সীমান্তে এখন যুদ্ধের কালো মেঘ। বুধবার রাষ্ট্রসংঘের সাধারণ সভায় কাশ্মীরকে ঢাল করে ভারতের গায়ে কালি ছিঁটিয়েছেন পাক প্রধানমন্ত্রী। পরশুদিনই ওয়াররুমে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফলে  যুদ্ধ যুদ্ধ জল্পনা আরও ইন্ধন পেয়েছে। সব মিলিয়ে পুজোর সোনা রোদে এখন থাবা বসাচ্ছে আশঙ্কা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন সন্দেহভাজন এক জঙ্গির স্কেচ প্রকাশ করল মুম্বই পুলিস
এই আশঙ্কাবারুদের গন্ধের । তার উপর পাকিস্তানের আকাশেও ঢুঁ মারতে দেখা গিয়েছে F16 বিমান। তাই পরিস্থিতি ঠিক দু দেশের মধ্যে এখন কতটা গরম, বোঝাই যাচ্ছে। এখন দেখার আগামী দু-এক দিনের মধ্যে পরিস্থিতি কোন পথে বাঁক নেয়।


আরও পড়ুন  সন্দেহভাজন জঙ্গিদের খোঁজে আজও মহারাষ্ট্র জুড়ে তল্লাসি জারি