তিন তালাক নিয়ে আজ রায় দিতে চলেছে সুপ্রিম কোর্ট
ওয়েব ডেস্ক: তিন তালাক নিয়ে আজ রায় দিতে চলেছে সুপ্রিম কোর্ট । পাঁচ বিচারকের বেঞ্চ আজ রায় দেবে তিন তালাক বৈধ কী না। মুসলিমদের স্ত্রী কে বিচ্ছেদ দেওয়ার এই পদ্ধতি আদৌও আইনি কিনা তাই দীর্ঘ শুনানিতে খতিয়ে দেখেছে দেশের শী৪, আদালত। ৫ ভিন্ন ধর্মের বিচারকের বেঞ্চ খতিয়ে দেখেছেন তিন তালাক বৈধ কিনা । দেশের অন্যতম বিতর্কিত মামলার রায় হতে চলেছে এটি। এই প্রথার বৈধতা । মুসলিমদের কিছু সংগঠন তিন তালাকের পক্ষে জোরালো সওয়াল করে। কিছু সংগঠন আবার এই প্রথার বিরুদ্ধে। সব মিলিয়ে দেশের অন্যতম বিতর্কিত মামলার রায় হতে চলেছে এটি।