নিজস্ব প্রতিবেদন : জেল থেকে ছাড়া পেয়ে অমৃতসরের স্বর্ণমন্দির যাচ্ছেন রাজেশ ও নূপুর তলোয়ার। সোমবার গাজিয়াবাদের দাসনা জেল থেকে ছাড়া পান রাজেশ ও নূপুর। জেল থেকে বেরিয়ে নয়ডায় নূপুর তলোয়ারের বাবা, মায়ের কাছে গিয়ে ওঠেন রাজেশরা। এরপর মঙ্গলবার সেখান থেকেই তাঁরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন। পারিবারিক সূত্রে খবর, পঞ্জাবের স্বর্ণমন্দিরে যাবেন তলোয়ার দম্পতি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তবে রাজেশ বা নূপুর কেউই বাড়ির বাইরে অপেক্ষারত সংবাদমাধ্যমের সঙ্গে কোনও কথা বলতে রাজি হননি। আরুষির কাকিমা বন্দনা তলোয়ার জানান, এই দন্ত চিকিত্সক দম্পতি ঘুরতে বেড়িয়েছেন। তাঁরা স্বর্ণমন্দিরেও যেতে পারেন বলে জানান তিনি। একইসঙ্গে বলেন, এখনও সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার মত মানসিক অবস্থায় তাঁরা কেউই নেই। কিছুদিন পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলবেন তলোয়ার দম্পতি। পাশাপাশি আরুষির দাদু জানিয়েছেন, দীপাবলিতে বাড়িতেই থাকবেন তাঁর মেয়ে ও জামাই।


২০০৮-এর ১৬ মে নয়ডার জলবায়ু বিহার আবাসনে নিজেদের ফ্ল্যাটেই খুন হয় তলোয়ার দম্পতির মেয়ে আরুষি তলোয়ার ও পরিচারক হেমরাজ। জোড়া খুনের অভিযোগে রাজেশ ও নূপুর তলোয়ারকে গ্রেফতার করে সিবিআই। ২০১৩ সালে দায়রা আদালত তাঁদের দোষী সাব্যস্ত করে। উত্তরপ্রদেশের দাসনা জেলে ঠাঁই হয় তাঁদের। এরপর বিচারের আশায় এলাহাবাদ হাইকোর্টে আবেদন করে এই চিকিত্সক দম্পতি। কিন্তু উপযুক্ত তথ্যপ্রমাণের অভাবে ১২ অক্টোবর তাঁদের 'নির্দোষ' বলে মুক্তি দেয় এলাহাবাদ হাইকোর্ট।


আরও পড়ুন, নভেম্বরের শেষে রিপোর্ট জিএসটি কমিটির, সস্তা হতে পারে রেস্তরাঁর খাবার