নিজস্ব প্রতিবেদন: আজ থেকে দেশজুড়ে শুরু হয়েছে ‘‌টিকা উৎসব’‌। ৪ দিন ব্যাপী টিকা উৎসবের মধ্য দিয়ে দেশের বেশিরভাগ মানুষকে করোনার টিকা নিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।  করোনাকে হারাতে এই টিকা উৎসবের ৪৫ বছরের বেশি যাঁদের বয়স তাঁদেরকে দ্রুত করোনার টিকা দিয়ে ফেলতে হবে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টিকা উৎসবকে উপলক্ষ্য করে দেশবাসীকে চারটি বিষয় মাথায় রাখার পরামর্শ দিয়েছেন। টুইটে মোদি লেখেন,


১) যাঁদের করোনা টিকার খুব প্রয়োজন তাঁদের সাহায্য করুন, অগ্রাধিকার দিন।
২) করোনা আক্রান্তরা যাতে চিকিৎসা পায়, সেই দিকটি গুরুত্ব দিয়ে দেখতে হবে।
৩) দেশের প্রত্যেক নাগরিককে মাস্ক পরতে হবে।
৪) কোনও এলাকায় কেউ কোভিড আক্রান্ত হলে ওই এলাকাটিকে মাইক্রো–কনটেনমেন্ট জোনের আওতায় নিয়ে আসার নির্দেশ দেন তিনি। 


 



‌টিকা উৎসবে বিভিন্ন রাজ্য বেশি সংখ্যক মানুষকে টিকা দেওয়ার বিষয়ে অনড় হয়েছে।