ওয়েব ডেস্ক: তেরো হাজার আটশো ষাট কোটি টাকা হিসাব বহির্ভূত আয় প্রকাশ করেছিলেন আগেই। এবার গুজরাটের সেই নির্মান কারবারি ধরাও পড়ে গেলেন আয়কর দফতরের হাতে। ধরা পড়তেই এই ব্যবসায়ী জানিয়ে দিলেন যে, তাঁর কাছে যে টাকা রয়েছে তার সবটাই বিভিন্ন রাজনীতিক ও আমলাদের।


আরও পড়ুন- ব্যাঙ্ক ম্যানেজার, ক্যাশিয়ারই ঘটালেন এই কাণ্ডটি!


আজ গুজরাটেই একটি টিভি চ্যানেলের সেট থেকে তাঁকে গ্রেফতার করে আয়কর দফতর। নিজের এই পাহাড় প্রমান হিসাব বহির্ভূত আয়ের কথা ঘোষণা করার পর থেকেই গত ২৯ তারিখ থেকে ফেরার ছিলেন এই ব্যবসায়ী। ধরা পড়ার পরেই এই ব্যবসায়ী জানিয়েছেন যে, তিনি মোটেই ফেরার ছিলেন না, বরং সংবাদ মাধ্যের থেকে বেশ কিছু কারণে তিনি দূরত্ব রাখছিলেন।


আরও পড়ুন, সরকারি কর্তার ঘরে বাজেয়াপ্ত নগদ ৫ কোটি টাকার নতুন নোট ও ৬ কিলো সোনা