নিজস্ব প্রতিবেদন: ঝাঁ চকচকে গাড়িতে বসে চিপস বা মুখরোচক কিছু খেয়ে প্লাস্টিকের মোড়কটা রাস্তায় ছুঁড়ে ফেলে দেন অনেকেই। মুম্বইয়ের রাস্তায় এমন কাণ্ডজ্ঞান আচরণ করে হাতেনাতে ফল পেলেন এক ব্যক্তি। যে কেউ নন, গাড়ি থামিয়ে রীতিমতো সেই ব্যক্তিকে ভর্তসনা করলেন বলি অভিনেত্রী অনুষ্কা শর্মা। অনুষ্কার সেই ভিডিও টুইট করেছেন বিরাট কোহলি। বেপরোয়া আরোহীকে সবক শেখানোর জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছেন একাধিক চলচ্চিত্র ব্যক্তিত্ব। অনুষ্কাকে বাহবা দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যবর্ধনসিং রাঠৌরও। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভিডিওতে দেখা যাচ্ছে, গাড়ির কাচ নামিয়ে পাশের গাড়ির আরোহীকে অনুষ্কা জিজ্ঞাসা করছেন। আপনি রাস্তায় আবর্জনা ফেলছেন কেন? অনুষ্কাকে দেখে ঘাবড়ে যান ওই ব্যক্তি। এর পর অনুষ্কা বলেন, আপনি এভাবে রাস্তায় প্লাস্টিক ফেলতে পারেন না। মনে রাখবেন। 


 



অনুষ্কার এই অগ্নিশর্মা রূপের ভিডিও টুইটার ও ইন্সটাগ্রামে পোস্ট করেন তাঁর স্বামী বিরাট কোহলি। টুইটে কোহলি লিখেছেন, 'রাস্তায় কাণ্ডজ্ঞানহীনের মতো ময়লা ফেলতে দেখে জবর সবক শিখিয়েছি। দামি গাড়ি চড়ে আর মাথায় এতটুকু বুদ্ধি নেই। এরা দেশকে পরিচ্ছন্ন করবে?'


অনুষ্কার এই উদ্যোগকে বাহবা দিয়েছেন বলি প্রযোজক করণ জোহর।