ওয়েব ডেস্ক : আজ থেকে শুরু নতুন অর্থবর্ষ। বাজেট ২০১৭-১৮তে বেশকিছু জিনিসের উপর শুল্কের পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। সেই প্রস্তাব অনুযায়ী, আজ থেকে দামী হচ্ছে বেশকিছু জিনিস। আবার কিছু জিনিসের করের পরিমাণ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। যার জেরে সস্তা হচ্ছে সেইসব জিনিস। চলুন আরও একবার জেনে নেওয়া যাক, আজ থেকে দামী ও সস্তা হল কোন কোন জিনিস?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দামী:


সিগারেট
পান মশালা
সিগার
চুরুট
হাতে তৈরি বিড়ি
তামাকজাত চুইংগাম
LED ল্যাম্প
ভাজা ও নোনতা কাজুবাদাম
অ্যালুমিনিয়াম আকর
পলিমার কোটিং দেওয়া MS টেপ
সিলভার কয়েন ও মেডেল
গাড়ি, বাইক, স্বাস্থ্য বিমা


সস্তা:
অনলাইনে রেল টিকিট বুকিং
গৃহস্থালীর জন্য RO মেমব্রেন এলিমেন্ট
লিক্যুইফায়েড ন্যাচারাল গ্যাস
সোলার প্যানেলে ব্যবহৃত সোলার টেম্পার্ড গ্লাস
জ্বালানি নির্ভর বিদ্যুত্ উত্পাদনকারী সিস্টেম         
বায়ুচালিত জেনারেটর
চামড়াজাত দ্রব্যে ব্যবহৃত ভেজিটেবল ট্যানিং নির্যাস
POS মেশিন ও ফিংগারপ্রিন্ট রিডার্স
প্রতিরক্ষা পরিষেবায় গ্রুপ ইনস্যুরেন্স


আরও পড়ুন, GST-র কোপ পড়তে পারে আপনার বেতনেও!