চারশো স্কুলপড়ুয়াকে বাঁচাতে, ১০ কেজি বোমা কাঁধে ছুটলেন এই পুলিসকর্মী
ওয়েব ডেস্ক : চারশো স্কুল পড়ুয়াকে বাঁচাতে হবে। তাই নিজের প্রাণের পরোয়া না করেই ১০ কেজির বোমা কাঁধে ছুটলেন তিনি। মধ্যপ্রদেশের পুলিসকর্মী অভিষেক প্যাটেলের এই 'দুঃসাহসিক' কীর্তি এখন মুখে মুখে ঘুরছে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই তা ভাইরাল।
মধ্যপ্রদেশের সাগর জেলায় অবস্থিত স্কুলটি। স্কুলচত্বরে বোমা পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিস ও বম্বস্কোয়াডকে ডাকা হয়। খালি করে দেওয়া হয় স্কুল। সেইসময় স্কুলে ৪০০ জন পড়ুয়া উপস্থিত ছিল। শেল বোমাটি নিজের কাঁধে বেঁধে নেন অভিষেক প্যাটেল। সামান্য ভুলচুকে ঘটতে পারত মারাত্মক ঘটনা। কিন্তু সেদিকে পরোয়া করেননি অভিষেক প্যাটেল।
জানিয়েছেন, তাঁর তখন একটাই লক্ষ্য ছিল স্কুলের শিশুদের যেভাবে হোক বাঁচাতেই হবে। তাই তিনি একদৌড়ে বোমাটিকে নিয়ে লোকালয় থেকে দূরে চলে যান। অভিষেক প্যাটেলের এই 'দুঃসাহসিক' কাজের জন্য তাঁকে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন IG সতীশ সাক্সেনা।
আরও পড়ুন, "আমাদের বলা হয় দেবী, কিন্তু আমরা থাকি দেব ব্যবসায়ীর মতো"