ওয়েব ডেস্ক : মা-বাবাকে খুনের পর রায়পুর থেকে দ্রুত পাততাড়ি গোটাতে মরিয়া হয়ে ওঠে উদয়ন। আর সে কারণেই ২০১৩-র ৮ই ফেব্রুয়ারি ডেথ সার্টিফিকেট হাতে আসার পরের মাসেই বাড়ি বিক্রি করে দেয় সে। মনে করছে পুলিস। রায়পুরের অভিজাত এলাকা সুন্দরনগরে ১৮০০ বর্গ ফুটের বাড়ি জলের দরে বেচে দেয় উদয়ন। ২০১৩-র মার্চে বাড়ি রেজিস্ট্রির নথি হাতে পেয়েছে রায়পুর পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- উদয়নের রায়পুরের বাড়িতে খোঁড়াখুঁড়িতে মিলল হাড়গোড়, মাথার খুলি


সে সময় ওই সম্পত্তির বাজারদর ছিল কমপক্ষে ৫৫ লাখ টাকা। কিন্তু, মাত্র ৩১ লাখ টাকায় আইনজীবী হরিশ পাণ্ডেকে বাড়ি বিক্রি করে দেয় উদয়ন। পুলিস জানতে পেরেছে সে হরিশকে বলে, তার এক্সপোর্ট-ইমপোর্টের ব্যবসা রয়েছে। আমেরিকা, ইতালি, দুবাইয়ে আটকে আছে নানা জিনিস। সে সব ছাড়ানোর জন্যই তার তাড়াতাড়ি টাকার দরকার।