ওয়েব ডেস্ক : দিল্লি, মুম্বই নয়। হালফিল ফ্যাশনের কেতাদুরস্ত শহর গোয়াও নয়। এমনকী নয় আপনার প্রিয় শহর কলকাতাও। তাহলে কোন শহর?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


বসবাসের জন্য উপযুক্ত শ্রেষ্ঠ ভারতীয় শহর হল হায়দরাবাদ। সারা বিশ্বের মানবসম্পদ নিয়ে গবেষণাকারী সংস্থা 'মার্সার' সম্প্রতি প্রকাশ করেছে তাদের বার্ষিক ১৮তম 'লিভিং সার্ভে'। যে তালিকায় রয়েছে বিশ্বের ৪৪০টি শহর। বসবাসের জন্য কোন শহর কতটা ভালো, তার বিচারেই তৈরি হয়েছে ক্রমতালিকা।


রাজনৈতিক পরিস্থিতি, আর্থ-সামাজিক পরিবেশ, সাংস্কৃতিক পরিবেশ, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষাব্যবস্থা, পরিবহন, আবাসন প্রভৃতি বিভিন্ন মাপকাঠিতে হয়েছে চুলচেরা বিচার। এক শহরের সঙ্গে আরেক শহরের চলেছে হাড্ডাহাড্ডি লড়াই। আর তারপর সবাইকে পিছনে ফেলে দেশের মধ্যে প্রথম স্থানে উঠে এসেছে নিজামের শহর। দ্বিতীয় স্থানে রয়েছে পুনে। এরপর একে একে দিল্লি, মুম্বই, কলকাতা ও ব্যাঙ্গালোর।