ওয়েব ডেস্ক: ২০০ টাকার নয়া নোট আজই ইস্যু হবে, আগেই জানিয়েছিল রিজার্ভ ব্যঙ্ক অব ইন্ডিয়া। এরই মধ্যে 'যোগীরাজ্যে'র লখনউতে এক ডাক্তার দাবি করলেন তিনিই সবার প্রথম ৫০ টাকার নতুন নোট হাতে পেয়েছেন। উত্তরপ্রদেশের লখনউয়ের ডাক্তার রইস নাকি সর্ব প্রথম ৫০ টাকার নোট হাতে পেয়েছেন, এই দাবি ফিনান্সিয়াল এক্সপ্রেস পত্রিকারও। '৫০ টাকার নতুন নোট নাকি পুরনো দিনের ৫ টাকার মত', নিজস্ব প্রতিবদনে এই দাবিও করেছে ফিনান্সিয়াল এক্সপ্রেস।  


উল্লেখ্য, গত বছর নভেম্বর মাসে নোটবন্দি ঘোষণার পর থেকেই ৫০ টাকার নোট বাজারে আনার কথা জানিয়েছে সরকার। এবার সেই নোট হাতে পাওয়ার খবরেই উচ্ছ্বাস দেখা দিচ্ছে আম আদমির মধ্যে। ৫০ টাকার নয়া নোট আয়তনে ৬৬ মিলিমিটার x ১৩৫ মিলিমিটার, দেখতে হবে ফ্লুওরোসেন্ট নীল রঙের। আর এই নোটে সই থাকবে সেন্ট্রাল ব্যাঙ্কের বর্তমান গভর্নর উর্জিত প্যাটেলের। পড়ুন- সংবিধান স্বীকৃত হলেও চূড়ান্ত নয় 'গোপনীয়তার অধিকার', প্রশ্ন থাকছেই আধার, প্যান নিয়ে!