নিজস্ব প্রতিবেদন: বছর শুরু থেকেই ভয় পাওয়াচ্ছে বার্ড ফ্লু। মরছে হাজার হাজার পাখি। এবার দিল্লি এবং মহারাষ্ট্রে সরকারি ভাবে বার্ড ফ্লু ধরা পড়ার কথা জানাল সরকার। রবিবার ওই দুই রাজ্যে শয়ে শয়ে পাখি মারা গিয়েছে বলে জানা যাচ্ছ। সোমবার ন্যাশনাল ল্যাবরেটরিতে মৃত পাখির নমুনা পরীক্ষায় করা হয়। যার রিপোর্টে মৃত্যুর কারণ বার্ড ফ্লু। আজ সোমবার পাখির মড়ক নিয়ে বৈঠকে বসবে কেন্দ্র। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দিল্লির সবচেয়ে বড় পোলট্রি গাজিপুর। সেখানে ইতিমধ্যে আমদানি নিষিদ্ধ করার নোটিস পৌঁছে গিয়েছে। এখনও পর্যন্ত পাওয়া খবরে, দিল্লির পারভানি জেলায় মুরুম্বা গ্রামে শয়ে শয়ে মুরগি মারা গিয়েছে। জানা গিয়েছে, তাদের মৃত্যুর কারণ এভিয়ান ইনফ্লুয়েঞ্জা। প্রায় ৮ টি পোলট্রিতে ৮ হাজারের বেশি মুরগি মারা যায়। 


অন্যদিকে জরুরি বৈঠকে বসেছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। গুজরাত, হরিয়ানা, হিমাচল প্রদেশ, কেরল, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং উত্তরপ্রদেশে প্রথম ধরা পরে বার্ড ফল্ু। অন্যান্য রাজ্যকেও সতর্ক করা হয়েছ। এই ফল্ু পাখির থেকে মানুষের শরীরে ছড়ায়নি বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে কেন্দ্র। 


বার্ড ফ্লু আক্রান্ত ৯ রাজ্যের পাখি। বাংলায়  এখনও পাখি-মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে কাছাকাছি ছত্তীসগঢ়েও একাধিক পাখি-মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।