নিজস্ব প্রতিবেদন: লেকের আশেপাশে পড়ে রয়েছে হাজার হাজার মৃত পাখি।  এদের মধ্যে রয়েছে পরিযায়ী পাখিও। সরকারি হিসেবে অনুযায়ী মৃত পাখিদের সংখ্যা ১৫০০। কিন্তু এলাকার মানুষের দাবি মারা গিয়েছে কমপক্ষে ৫০০০ পাখি। রাজস্থানের সম্ভর লেকের এমন ঘটনা অবাক এলাকার মানুষজন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-ঘোলা থানার কাছেই তৃণমূল-বিজেপি সংঘর্ষ, গুলিবিদ্ধ বিজেপি কর্মী


রাজস্থান বন দফতরের এক কর্তার দাবি, ওইসব পাখিদের মৃত্যুর পেছনে রয়েছে লেকের জলে দূষণ। সম্ভরের রেঞ্জার রাজেন্দ্র জাখরের দাবি, কয়েকদিন আগেই এলাকায় প্রবল শিলাবৃষ্টি হয়েছিল। তার ফলেই ওইসব পাখিদের মৃত্যু হতে পারে। আমাদের হিসেব মতে পাখিদের মধ্যে রয়েছে ১০টি প্রজাতি। মৃত্যুর পেছনে থাকতে পারে কোনও ব্যাকটেরিয়া ও ভাইরাসের সংক্রমণও। জাখর জানিয়েছেন, প্রতিবছর এই লেকে কমপক্ষে ২-৩ লাখ পাখি আসে। ওইসব পাখিদের মৃতদেহ পরীক্ষার জন্যে পাঠানো হয়েছে ভোপালের একটি পরীক্ষাগারে।




আরও পড়ুন-কাশ্মীরের গান্ডেরবালে সেনার এনকাউন্টারে খতম ২ জঙ্গি


রাজ্যের প্রাণী বিকাশ দফতরের আধিকারিক আর জি উজ্জ্বল সংবাদমাধ্যমে জানিয়েছেন, জলে লবণের মাত্রা বেড়ে যাওয়া পাখিদের মৃত্যুর কারণ হতে পারে। মৃত্যুর পেছনে থাকতে পারে জলের দূষণও। জলে লবণের মাত্রা বেড়ে গেল তা রক্তেও লবণের মাত্রা বাড়িয়ে দেয়। এর ফলে মস্তিস্ক বিকল হয়ে যেতে পারে।