নিজস্ব প্রতিবেদন: সাত সকালে গুলির লড়াইয়ে উত্তপ্ত পুলওয়ামর টিকেন। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত এলাকারই ৩ জঙ্গি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- সরকারি কর্মচারীরা এ বার জরুরি প্রয়োজনে চিকিৎসা পাবেন অ-নথিভুক্ত হাসপাতালেও



বুধবার ভোর রাত থেকেই পুলওয়ামার টিকেন এলাকায় তল্লাসি শুরু করে সিআরপিএফ, রাষ্ট্রিয় রাইফেলস ও জম্মু-কাশ্মীর পুলিস।  সকালের দিকে ডেরা থেকে আচমকাই গুলি চালাতে থাকে জঙ্গিরা। পাল্টা গুলি চালায় নিরাপত্তা  বাহিনী। সেই গুলিতেই নিহত হয়েছে ওই ৩ জঙ্গি। 


কাশ্মীরির আইজি বিজয় কুমার সংবাদমাধ্যমে জানিয়েছেন, নিহত ৩ জঙ্গি এলাকারই বাসিন্দা। এরা সবাই আল বদরের সদস্য। গোলাগুলির মধ্যে পড়ে আহত হয়েছেন এক ব্যক্তি। জঙ্গিদের ছোড়া গুলি এসে লেগেছে তাঁর পায়ে। তবে তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।  এলাকায় কোনও গ্রেনেড জঙ্গিরা ফেলে রেখেছে কিনা তা তল্লাসি করে দেখা হচ্ছে।



আরও পড়ুন- কেন্দ্রের সঙ্গে আলোচনা বাতিল, সিংঘু সীমান্তে সরকারের খসড়া প্রস্তাব নিয়ে বৈঠকে কৃষক নেতারা


উল্লেখ্য, কাশ্মীরের ডিস্ট্রিক্ট ডেভলপমেন্ট কাউন্সিলের নির্বাচনের জন্য জঙ্গিদের বিরুদ্ধে অভিযান কিছুটা কম করা হয়েছিল। এবার ফের তা শুরু হয়েছে। এবছর এখনও পর্যন্ত কাশ্মীর ২০১ জঙ্গিকে খতম করল নিরাপত্তা বাহিনী। এদের মধ্যে ৩০ জন বিদেশি নাগারিক।