নিজস্ব প্রতিবেদন: নাশকতার হাত থেকে বাঁচল  দিল্লি। প্রথমে অসম ও পরে টার্গেট ছিল রাজধানী। কিন্তু তার আগেই দুই রাজ্যের পুলিসের যৌথ অভিযানে ধরা পড়ল আইএস-এর একটি মডিউল।আইএসের সঙ্গে জড়িত থাকার অভিযোগ অসমের গোয়ালপাড়া থেকে গ্রেফতার হল ৩ সন্দেহভাজন জঙ্গি। এদের থেকে আইইডি ও টাইমার উদ্ধার করেছে পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-উপনির্বাচনে আক্রান্ত জয়প্রকাশ, সর্বভারতীয় স্তরে এটাই এখন মোক্ষম অস্ত্র বিজেপির


বিশেষ সূত্রে খবর পেয়ে গোয়ালপাড়ায় একটি যৌথ অভিযান চালায় দিল্লি ও অসম পুলিসের  একটি দল।  আর তাতেই জালে পড়ে যায় ওই ৩ জন। গ্রেফতার হওয়া ৩ জঙ্গির নাম জামিউল জামাল, মোকাদ্দেস ইসলাম ও রঞ্জিত আলি। জেরায় জানা গিয়েছে পরীক্ষামূলক ভাবে অসমের দুধনৈর রাসমেলায় বিস্ফোরণের ছক কষেছিল এরা। এরপরেই তাদের টার্গেট ছিল দিল্লি। জানিয়েছেন, গোয়ালপাড়ার অতিরিক্ত পুলিস সুপার অমিতাভ বসুমাতারি। স্থানীয় আদালতে তোলা হলে এদের ১২ দিনের পুলিসি রিমান্ড দেয় আদালত।



আরও পড়ুন-উদ্বাস্তু মন জয়ে কেন্দ্রের জমিতে বসবাসকারীদের সার্টিফিকেট দেবে রাজ্য সরকার


পুলিস সূত্রে আরও জানা গিয়েছে, ওই তিনজন বিভিন্ন পেশার আড়ালে আইএস-এর হয়েও কাজ করতো। এদের মধ্যে একজন ছিল মাছ ব্যবসায়ী, একজনের পেশা ছিল গাড়ি চালানো এবং অন্যজন আধার কার্ড তৈরির কাজ করতো।