ওয়েব ডেস্ক : বিনা অনুমতিতে আকাশে ড্রোন ওড়ানোর অভিযোগে তিন জনকে গ্রেফতার করা হল। তাদের বিরুদ্ধে IPC-র ১৮৮, ২৮৭ ও ৩৩৬ ধারায় মামলা রুজু করা হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রসঙ্গত, গতকাল একটি বেসরকারি বিমান সংস্থার পাইলট মুম্বই বিমানবন্দরে অবতরণের সময় আকাশে ড্রোনটি দেখতে পান। সঙ্গে সঙ্গেই তিনি তা বিমানবন্দর কর্তৃপক্ষ ও নিরাপত্তার দায়িত্বে থাকা CISF-কে জানান। এরপরই গোটা বিষয়টি নিয়ে শুরু হয় তদন্ত।


আরও পড়ুন- ভারতে ৩০ লক্ষেরও বেশি ডেবিট কার্ড অসুরক্ষিত


এরপরই আজ খোঁজ চালিয়ে মুম্বইয়ের চারকোপ এলাকা থেকে তাদের গ্রফতার করা হয়। জানা যায়, ধৃতদের মধ্যে রাহুল রাজকুমার জয়সওয়াল ও রানা সুভাস সিং একটি তথ্যচিত্র তৈরির কাজে নেমেছে। অন্যদিকে, বিধিচাঁদ জয়সওয়াল ড্রোন ভাড়া দেওয়ার কাজ করে। তাদের কাছ থেকে একটি ক্যামেরা, একটি আই-প্যাড ও একটি ড্রোন আটক করা হয়েছে। ধৃতদের পুলিসি হেপাজতে নেওয়া হয়েছে। উল্লেখ্য, জঙ্গি নাশকতার হুমকির মাঝে ড্রোনের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।