নিজস্ব প্রতিবেদন: লাদাখ নিয়ে দুদেশের মধ্যে চরম উত্তেজনার মধ্যেও সিকিমে ভারতীয় সেনার তত্পরতায় প্রাণ বাঁচল তিন চিনা নাগরিকের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-'এক ইঞ্চি জমি ছাড়ব না, সব ঝামেলার জন্য দায়ী ভারত', আড়াই ঘণ্টা বৈঠকের পর জানাল চিন


উত্তর সিকিমের ১৭,৫০০ ফিট উচ্চতায়, কঠিন ঠাণ্ডায় পথ হারিয়ে কাহিল হয়ে পড়েছিলেন ৩ চিনা নাগরিক। তাঁদের উদ্ধার করে ভারতীয় সেনা। ঘটনাটি ৩ সেপ্টেম্বরের।



সেনার তরফে জানানো হয়েছে, ওই তিন চিনা নাগরিককে উদ্ধার করে তাদের অক্সিজেন ও খাবার ও গরম জামাকাপড় দিয়ে বাঁচানো হয়। এর পর তাদের গন্তব্যের দিকে রওনা করিয়ে দেওয়া হয়।


আরও পড়ুন-জঙ্গলমহলে মাওবাদী কার্যকলাপ বাড়ছে! ঝাড়গ্রামে উচ্চ পর্যায়ের বৈঠক করলেন ডিজিপি


সেনাবাহিনী আরও জানিয়েছে, হিমাঙ্কের নীচের তাপমাত্রায় দুই চিন পুরুষ ও ১ মহিলার সাহায্যে এগিয়ে আসে সেনা। প্রতিকূল আবহাওয়ায় ওই তিনজন একেবারেই কাহিল হয়ে পড়েছিলেন।