ওয়েব ডেস্ক: জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে খতম তিন জঙ্গি। দুজন হিজবুল মুজাহিদিন জঙ্গি ও একজন লস্কর জঙ্গিকে নিকেশ করেছেন সেনা জওয়ানরা। আজ ভোরে খবর পেয়ে পুলওয়ামায় পৌছে যায় সেনা। তাদের সঙ্গে ছিল পুলিস ও সিআরপিএফ জওয়ানরা। রাষ্ট্রীয় রাইফেলসের বারো নম্বর সেক্টরের কমান্ডার ব্রিগেডিয়ার কে বেণুগোপাল জানিয়েছেন, সেনার তরফে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।


খতম জঙ্গিদের কাছ থেকে তিনটি AK 47 রাইফেল, ম্যাগাজিন এবং প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। ভারতের তরফে দীর্ঘদিনের অভিযোগ, কাশ্মীরে ঘাঁটি গেড়ে থাকা জঙ্গিদের কাজে লাগিয়ে ভারতের মাটিতে হামলা চালায় পাকিস্তান।