নিজস্ব প্রতিবেদন: জল্পনা ছিলই। মাত্র চার মাস আগে শপথ নিয়েছিলেন। 'সাংবিধানিক সংকট' এড়াতে শেষপর্যন্ত পদত্যাগ করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী  তিরথ সিং রাওয়াত (Tirath Singh Rawat)।  রাজ্য়পাল বেবি রানী মৌর্যের হাতে পদত্যাগপত্র তুলে দিলেন তিনি। উত্তরাখণ্ডের কেন্দ্রীয় পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হল কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমারকে। আগামীকাল অর্থাৎ শনিবার দেরাদুহে পৌঁছানোর কথা তাঁর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কেন পদত্য়াগ করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী? তখন তিনি বিধায়ক ছিলেন না। গত ১০ মার্চ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তীরথ। সংবিধান অনুযায়ী, শপথ নেওয়ার ছ’মাসের মধ্যে বিধায়ক অথবা বিধান পরিষদের সদস্য নির্বাচিত হতে হয় মুখ্যমন্ত্রীকে। চারমাস ইতিমধ্যেই কেটে গিয়েছে, এখনও উপনির্বাচন হয়নি উত্তরাখণ্ডে। বরং পউরি গরওয়াল লোকসভা কেন্দ্রের সাংসদ হিসেবেই রাজ্যপাট সামলাচ্ছিলেন তিরথ সিং রাওয়াত (Tirath Singh Rawat)। উপনির্বাচনের জন্য অবশ্য হাতে আরও ২ মাস সময় আছে। তাহলে? বিজেপির সূত্রে খবর, দলের অন্দরে বিরোধিতার মুখে পড়েই পদত্যাগ করতে হল উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীকে।


 



 


গত তিন ধরেই দিল্লিতে ছিলেন তিরথ সিং রাওয়াত (Tirath Singh Rawat)। লাগাতার বৈঠক করছিলেন বিজেপি শীর্ষ নেতাদের সঙ্গে। জল্পনা ছিল, আগামী বছর উত্তরাখণ্ডে বিধানসভা নির্বাচন। সেকারণেই নাকি এখন উপনির্বাচনের পক্ষে নন গেরুয়াশিবিরের শীর্ষ নেতারা। সেক্ষেত্রে তিরথ সিং রাওয়াতকে ইস্তফার নির্দেশ দিয়ে অন্য কাউকে মুখ্যমন্ত্রী করা হতে পারে। এই যখন পরিস্থিতি, তখনই দিল্লিতে চলে আসেন উত্তরাখণ্ডের সদ্য় প্রাক্তন মুখ্যমন্ত্রী।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)