নিজস্ব প্রতিবেদন: সপ্তম দফার নির্বাচনী প্রচার শেষ। এর পরও থেমে নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেদারনাথ যাত্রায় বেরিয়ে পড়লেন। গুহায় কিছুক্ষণ ধ্যান করে সময় কাটালেন তিনি। বিরোধীদের কটাক্ষ, শেষ মুহূর্তে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী। নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ এনে কমিশনে দরবার হল তৃণমূলও। দলের নেতা ডেরেক ও’ব্রায়েনের অভিযোগ, এখনও পর্যন্ত নির্বাচন শেষ হয়নি। গত দু’দিন ধরে প্রধানমন্ত্রীর কেদারনাথ যাত্রা জাতীয় স্তরে তথা স্থানীয় বিদ্যুতিন মাধ্যমেও ব্যাপকভাবে সম্প্রচার করা হচ্ছে।   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


তৃণমূলের আরও অভিযোগ, নির্বাচনের প্রাক্কালে প্রধানমন্ত্রীর এ ধরনের ধর্মীয় যাত্রা আচরণ বিধি লঙ্ঘনের সামিল। এমনকি কেদারনাথে গিয়ে প্রকাশ্যে মাস্টার প্লান নিয়ে প্রতিশ্রুতি দিয়েও নির্বাচনী আইনবিরুদ্ধ কাজ করেছেন নরেন্দ্র মোদী। পরিকল্পিতভাবে মোদীর প্রতি মুহূর্তের ছবি সম্প্রচার করে প্রকারন্তে ভোটারদের প্রভাব করানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের।


আরও পড়ুন- ‘ইন্দিরার মতোই নিজের নিরাপত্তারক্ষীর হাতে খুন হতে পারি’, বিস্ফোরক কেজরীবাল


উল্লেখ্য, অমিত শাহের রোড-শোয়ে ব্যাপক উত্তেজনা তৈরি হলে নজিরবিহীন ভাবে নির্বাচনী প্রচার এক দিন কমিয়ে ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি করে কমিশন। পাশাপাশি আমলাও বদল করা হয়। তৃণমূলের অভিযোগ, প্রধানমন্ত্রী জনসভার কথা মাথায় রেখে রাত ১০টার পর নিষেধাজ্ঞা জারি করে কমিশন। কংগ্রেস-সহ অন্যান্য বিরোধীরা কমিশনের এই আচরণ পক্ষপাতদুষ্ট বলে কটাক্ষ করেন।