নিজস্ব প্রতিবেদন: সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ কুণাল ঘোষকে (Kunal Ghosh) ত্রিপুরা পুলিসের তলব। সেই তলবে সাড়া দিয়ে মঙ্গলবার সকালে আগরতলার NCC থানায় যান তৃণমূল (TMC) মুখপাত্র। ঘণ্টাখানেক পরে সেখানে অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে ILS হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তৃণমূল নেতা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে কুণাল ঘোষের (Kunal Ghosh) বিরুদ্ধে ত্রিপুরা পুলিসের তরফে মূলত একটি স্বতঃপ্রণোদিত মামলা করা হয়। ওই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), কুণাল ঘোষ (Kunal Ghosh)-সহ ৬ জনের নাম নথিভুক্ত করা হয়। তলবের ১০ দিনের মধ্যে কুণাল ঘোষকে (Kunal Ghosh) হাজিরা দিতে বলা হয়৷ তখনই কুণাল ঘোষ (Kunal Ghosh) জানিয়েছিলেন ৩ দিনের মধ্যে হাজিরা দেবেন৷ রবিবার রাতে খোয়াই থানার IO-কে ফোন করেন তৃণমূল নেতা৷ মঙ্গলবার হাজিরা দেওয়ার কথা জানান তিনি৷


আরও পড়ুন: Post-Poll Violence Case: ২৮৭৭-র মধ্যে ১৩৫৬টি অভিযোগ ভুয়ো, সুপ্রিম কোর্টে বিস্ফোরক অভিযোগ রাজ্যের


আরও পড়ুন:Narendra Modi: মোদী-বাইডেন প্রথম সাক্ষাৎ, আফগনিস্তান নিয়ে আলোচনার সম্ভাবনা


এরপর পুলিসের তরফে কুণাল ঘোষকে খোয়াই থানা নয়, আগরতলায় আসতে বলা হয়। সেমতো মঙ্গলবার সকালে সেখানে যান কুণাল ঘোষ। জানা গিয়েছে, ঘণ্টাখানেক জিজ্ঞাসাবাদ চললে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি।