নিজস্ব প্রতিবেদন: এনআরসি নিয়ে লোকসভায় সরব হলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। গত পাঁচ বছরে মোদী সরকারের কর্মকাণ্ডের তুলোধনা করেন তিনি। মঙ্গলবার সংসদে মহুয়া বলেন, বিশেষ সম্প্রদায়কে টার্গেট করেই এনআরসি এবং নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে আসা হচ্ছে। এ দেশে ৫০ বছর ধরে যাঁরা রয়েছেন, নিজেদের ভারতীয় বলে প্রমাণ দিয়েছেন, তাঁদেরকে ‘অনুপ্রবেশকারী’ বলছে এই সরকার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


মোদী সরকারের জমানায় অপরাধ বেড়েছে বলে এ দিন দাবি করেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। দিনের আলোয় গণপিটুনির ঘটনা ঘটছে। গতকালে তরবেজ আনসারির মৃত্যুর প্রসঙ্গও টেনে আনেন মহুয়া মৈত্র। জাতীয় নিরাপত্তা প্রসঙ্গে মহুয়া বলেন ভয়ের পরিবেশে বাস করছেন দেশে মানুষ। কালা ভূত আতঙ্কে ভুগছে সবাই।


আরও পড়ুন- বাংলাদেশের সঙ্গে হাত মিলিয়ে প্রধানমন্ত্রী হতে চান মমতা! সংসদে সরব দিলীপ, বোঝালেন কাটমানির সংজ্ঞাও


সেনার সাফল্যকে এক জন্য ব্যক্তির সাফল্য হিসাবে তুলে ধরা হয়েছে মোদী সরকারের জমানায়। বললেন তৃণমূল সাংসদ মহুয়া। জঙ্গিহানার ঘটনার পাশাপাশি কাশ্মীরে জওয়ানের মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে দাবি তাঁর।  তবে, বিজেপি সাংসদ দিলীপ ঘোষও পালটা তৃণমূলের উপর চড়াও হন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে মেদিনীপুরের বিজেপি সাংসদ বলেন, “এ রাজ্যে নতুন জিনিস উদ্ভব হয়েছে। তা হল কাটমানি। আমরা এর আগে কখনও শুনিনি।” এরপর কাটমানি কী তার ব্যাখ্যাও করেন সংসদে। দিলীপ ঘোষের কটাক্ষ, কাটমানির জন্য নেতা-মন্ত্রীর ঘরের সামনে বিক্ষোভ দেখাচ্ছে জনতা। খোদ মুখ্যমন্ত্রীই কাটমানি বন্ধের জন্য আইন আনবেন বলেছেন। দিলীপের কথায়,  নিরঙ্কুশ ক্ষমতা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চালাচ্ছেন। কিন্তু তাদের নেতা, মন্ত্রী, কাউন্সিলর চলে আসছে বিজেপিতে।


দিলীপের অভিযোগ, এ রাজ্যে সরকার আছে, আইন নেই। থানা আছে পুলিস নেই। স্কুল-কলেজ থাকলেও ধরনায় বসছেন শিক্ষাকর্মীরা। এমনই সোনার বাংলা মুখ্যমন্ত্রী আমাদের উপহার দিয়েছেন। এ দিন দিলীপ ঘোষ অভিযোগ তোলেন, ভাষা নিয়ে বিভেদ তৈরি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।