জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেকে সামনে লোকসভা নির্বাচনে লড়ার প্রস্তাব উঠল আজকের ইন্ডিয়া জোটের বৈঠকে। অর্থাত্ মোদীর বিরুদ্ধে খার্গে। সূত্রের খবর খার্গেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার প্রস্তাব করেন মমতা বন্দ্যোপাধ্যায়। খার্গে দলিত সম্প্রদায়ভূক্ত হওয়ায় ওই প্রস্তাবকে সমর্থন করেন কংগ্রেসের ঘোর বিরোধী অরবিন্দ কেজরিওয়াল। তবে খোদ খার্গে ওই প্রস্তাবকে খুব একটা আমল দিতে রাজি নন। লোকসভা নির্বাচনের পরে এনিয়ে ভাবা যাবে বলে জানিয়েছেন মল্লিকার্জুন খার্গে। তবে এই বৈঠক ঘিরে লাখ টাকার প্রশ্ন ছিল রাজ্যে রাজ্যে বিরোধীদের মধ্যে আসন সমঝোতার বিষয়টির কী হবে? এনিয়ে জোটকে তার বার্তা দিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-লোকসভা ভোটে বিজেপি বিরোধী লড়াই কোন কৌশলে, খোলসা করলেন ইয়েচুরি


আসন সমঝোতার বিষয়টি নিয়ে জোটকে বার্তা দিয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, আসন সমঝোতার বিষয়টি ৩১ ডিসেম্বরের মধ্য়ে শেষ করে ফেলার প্রস্তাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে লোকসভা নির্বাচনে সিট শেয়ারের ব্যাপারে অনেকক্ষণ ধরেই আলোচনা হয়েছে। তৃণমূলের তরফে প্রস্তাব দেওয়া হয়েছে ৩১ ডিসেম্বরের মধ্যে আসন সমঝোতার প্রক্রিয়া শেষ করে ফেলতে হবে।  


আসম সমঝোতা নিয়ে মল্লিকার্জুন খার্গে বলেন, আসন সমঝোতার বিষয়টি সব দল মিলে কাজ করবে। যেসব রাজ্যে বিরোধীরা শক্তিশালী সেখানে প্রথম তারা নিজেদের মধ্যে বসে আসন সমঝোতা করবে। এতে যদি কোনও সমস্যা হয় তাহলে তা নিয়ে জোটের বৈঠকে আলোচনা হবে।


প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মল্লিকার্জুন খার্গের নাম প্রস্তাব করার পর বিভিন্ন দলের মতামত বেরিয়ে আসছে। আরজেডি সূত্রের খবর খার্গেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার ব্যাপারে তাদের আপত্তি রয়েছে। এনিয়ে খোদ খার্গে অবশ্য বলেছেন, প্রথম আমাদের জিতে আসতে হবে। জেতার জন্য কী করা প্রয়োজন তা আগে ভাবতে হবে। কে প্রধানমন্ত্রী হতে তা পরের কথা। হাতে সাংসদ না থাকলে প্রধানমন্ত্রীর হওয়ার কথা বলে কী হবে? তাই সবাই একসঙ্গে লড়াই করে সাংখ্যা গরিষ্ঠতা নিয়ে আসতে হবে। তারপর বাকী আলোচনা।


আসন সমঝোতা নিয়ে সিপিআই নেতা ডি রাজা বলেন, একটা কমন মিনিমাম প্রোগ্রাম থাকবে। তবে আপাতত সাংসদদের সাসপেন্ড করার বিরুদ্ধে প্রতিবাদ হবে। এদিকে, শনিবার পুরুলিয়ায় সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি বলেন, ইন্ডিয়া জোটে রাজ্যগুলির আসন বন্টনের বিষয়ে একটা বিষয় স্পষ্ট যে আসন সমঝোতার ক্ষেত্রে প্রতিটি রাজ্যে বিচার বিবেচনা করেই করা হবে। প্রতিটি রাজ্যে পরিস্থিত এক নয়। কেরালায় লড়াই হবে সিপিএম ও কংগ্রেসের মধ্যে। পাশের রাজ্য তামিলনাডুতে সবাই মিলেই লড়াই করবে বিজেপি বিরুদ্ধে। পৃথক পৃথক রাজ্যে আলাদা আলাদা পরিস্থিতি। তাই রাজ্যের পরিস্থিতি বিচার করেই সিদ্ধান্ত নেওয়া হবে। বাংলার ক্ষেত্রে আমরা আগেই বলেছি। এখানে বামপন্থী, কংগ্রেস ও অন্যান্য বিরোধী দল একসঙ্গে লড়াই করবে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)