ওয়েব ডেস্ক: সংসদে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্যায় শুরু হচ্ছে আজ থেকে। শুরুর দিন থেকেই লোকসভা এবং রাজ্যসভা, উভয় কক্ষে সরকার পক্ষকে কোণঠাসা করতে আটঘাট বেঁধে নামছে বিরোধীরা। বাজেট নিয়ে নানা বক্তব্য তো রয়েছেই, এছাড়াও মোদী সরকারের জন বিরোধী নীতির প্রতিবাদে সরব হবেন তাঁরা। কেন্দ্রকে কোণঠাসা করতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জোড়া হাতিয়ার, প্রথমটি কেন্দ্রের আধারনীতি এবং দ্বিতীয়টি বিদেশনীতি। এই দুই ইস্যুতে সংসদে সরব হবে তৃণমূল। মোদী বিরোধী রাজনীতিতে যে প্রথম সারিতে মমতা, বাজেট অধিবেশনে সে বার্তাটাই দিল্লিতে দিয়ে আসতে চান তৃণমূল সাংসদরা। (আধার ইস্যুতে মমতার চাপে পিছু হঠল মোদী সরকার)