ওয়েব ডেস্ক: ফের CBI হেফাজতে তৃণমূলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। জেলে রয়েছেন তৃণমূলের আরেক সাংসদ তাপস পালও। আর এই নিয়েই প্রতিবাদের ঝড় তুলতে এবার ভুবনেশ্বরকেই কার্যত আন্দোলনের এপিসেন্টার করে ফেলেছে তৃণমূল। আর সেই আন্দোলনের ঝড় গোটা দেশেই আছড়ে ফেলতে চায় তৃণমূল নেতৃত্ব। তাই বিশেষ করে গুরুত্ব দেওয়া ভুবনেশ্বরকে। আজ লোয়ার PNG এলাকায় বিক্ষোভ সভা করবে তারা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন আজও সাউথ অ্যাভিনিউতেই বিক্ষোভ দেখাবেন তৃণমূলের সাংসদরা


রবিবারই ভুবনেশ্বর পৌঁছে গিয়েছেন তৃণমূলের চার প্রতিনিধি। সূত্রের খবর, আজকের বিক্ষোভের নেতৃত্বে থাকছেন সুব্রত বক্সি। থাকবেন তৃণমূলের অন্য তিন নেতা চন্দ্রিমা ভট্টাচার্য,  মানস ভুঁইঞা এবং মণীশ গুপ্তও।


আরও পড়ুন  সুদীপ্ত সেনের সঙ্গে একাধিকবার বৈঠক করেন সুদীপ, চাঞ্চল্যকর দাবি সিবিআইয়ের