ওয়েব ডেস্ক: একেই বলে গন্তব্য। একসময় সামান্য কিছু অর্থের জন্য ডেলিভারি বয়ের কাজ। কিছুদিনের মধ্যেই অটো রিক্সার হ্যান্ডেলে হাত পাকিয়ে অটো চালক। আর তারপর যেটা করে দেখালেন, সেটা ব্যাতিক্রমীও আবার নজিরও। রাজপথ থেকে একেবারে আকাশে, অটো চালক শ্রীকান্ত এখন পাইলট। একটা স্বপ্নের সফর। অটোর ট্র্যাফিক জ্যাম আর নেই, আকাশে মেশ কাটিয়ে কাটিয়ে বিমানের ককপিটে এখন সাবলীল সে। অর্থ আর যশ এখন শ্রীকান্তের সর্ব সময়ের সঙ্গী। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ইন্ডিগো এয়ারলাইন্সের ফার্স্ট অফিসার এখন শ্রীকান্ত পান্তাওয়ানে। ফুটপাথ থেকে আকাশ সফর, কীভাবে হল এই অসাধ্য সাধন? 


একদিন মাল সামগ্রী পৌঁছে দিতেই বিমানবন্দরে গিয়েছিলেন শ্রীকান্ত। সেখানে DGCA-এর আয়োজিত একটি পাইলট স্কলারশিপ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন শ্রীকান্ত। এরপর কঠোর পরিশ্রম ও অধ্যায়নের পর পরীক্ষায় সফল হন তিনি। রেজাল্ট দেখে নিজেই বিশ্বাস করতে পারেননি। বিমান চালানোর লাইসেন্স হাতে পেয়ে, আর পিছনে তাকানো নয়, এগিয়েই গিয়েছেন শ্রীকান্ত। সিনেমার চিত্রনাট্য নয়, বাস্তবকে চাক্ষুষ করে, শ্রীকান্তের ভক্ত এখন অনেকেই।