ওয়েব ডেস্ক: আজ লোকসভায় পেশ হচ্ছে GST বিল। বক্তব্য রাখতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতবছর মে মাসে GST বিলে অনুমোদন দিয়েছিল লোকসভা। কিন্তু, গত সপ্তাহে বিলটিতে একাধিক সংশোধনী-সহ ছাড়পত্র দেয় রাজ্যসভা। ফলে, বিলটিতে ফের সংসদের নিম্নকক্ষ লোকসভার সিলমোহর দরকার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন বোরো জঙ্গি সংগঠন NDFB-র বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি অসম মুখ্যমন্ত্রীর


সংখ্যাগরিষ্ঠতা থাকায় লোকসভায় GST-র সংবিধান সংশোধনী বিল পাসে সরকারের সমস্যা হওয়ার কথা নয়। তবে, সংসদের শীতকালীন অধিবেশনে GST-র মূল বিলটিকে অর্থবিল হিসাবে পেশ না করার জন্য আজ ফের লোকসভায় দাবি জানাতে পারেন বিরোধীরা। সংসদের ছাড়পত্র পাওয়ার পর GST-র সংবিধান সংশোধনী বিলে কমপক্ষে পনেরোটি রাজ্যের বিধানসভার অনুমোদন দরকার। আগামী অর্থবর্ষের পয়লা এপ্রিল থেকে সারা দেশে GST চালু করার লক্ষ্য ধার্য করেছে কেন্দ্র।