ওয়েব ডেস্ক: আজই রাজ্যসভায় পেশ হচ্ছে জিএসটি বা পণ্য পরিষেবা কর বিল। রাজ্যসভার কার্যবিবরণীতে বুধবারের জন্য বিলটি তালিকাভুক্ত করা হয়েছে। গত কয়েকদিন বিরোধীদের সঙ্গে দফায় দফায় আলোচনাও হয়। পণ্য পরিষেবা কর চালু নিয়ে সংবিধান সংশোধনী বিল নিয়ে প্রথম থেকেই আপত্তি ছিল কংগ্রেসের।


মঙ্গলবারই বিল পেশ করার কথা থাকলেও কংগ্রেসের আপত্তিতেই তা পিছিয়ে যায়। সূত্রের খবর, এনিয়ে সুর নরম করেছে কেন্দ্র। কেন্দ্রের নিয়ন্ত্রণের প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিও মেনে নেওয়া হয়েছে বলে খবর। আজ রাজ্যসভায় দলীয় সাংসদের উপস্থিত থাকতে হুইপ জারি করেছে বিজেপি। আগামী ১২ অগাস্ট শেষ হচ্ছে সংসদের বাদল অধিবেশন। তার আগে জিএসটি বিল পাশ করাতে মরিয়া কেন্দ্র।