ওয়েব ডেস্ক: কোন মন্ত্রীর কথা বলছি না, আজ আস্ত একটা মন্ত্রকের জন্মদিন। আর সেই মন্ত্রকটি হল ভারতের 'লৌহ ও ইস্পাত মন্ত্রক'।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১৯৫৫ সালের ৪ঠা জুন এই মন্ত্রকটি সৃষ্টি করা হয়েছিল। তখন জহরলাল নেহেরু দেশের প্রধান মন্ত্রী।


বর্তমানে নরেন্দ্র সিং তোমার এই দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং বিষ্ণু দেও সাই হলেন এই মন্ত্রকেরই প্রতি মন্ত্রী।


সাধারণত, লৌহ-ইস্পাতের উৎপাদন, প্রক্রিয়াকরণ এবং বন্টনের মতো বিষয়গুলি এই দপ্তরের মাধ্যমেই নিয়ন্ত্রিত হয়। এছাড়াও দেশের ভারী শিল্পের ক্ষেত্রে লৌহ-ইস্পাত সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের তরফে নীতি নির্ধারণ করার মুখ্য দায়িত্বও থাকে এই মন্ত্রকের হাতেই।