ওয়েব ডেস্ক: এক ফালি থেকে চাঁদ ধীরে ধীরে বড় হতে থাকে। ১৫ দিন ধরে এই পর্ব চলার পর পূর্ণিমার দিন চাঁদকে দেখতে সবথেকে বড় লাগে। কিন্তু এই পূর্ণিমায় হবে উলটো। সাধারণ ভাবে পূর্ণিমার চাঁদে যে আয়তন হয় তার থেকে ছোট দেখাবে চাঁদকে। ১৫ বছর পর পর দেখা যায় এই 'মিনি মুন'।


যে কক্ষপথকে কেন্দ্র করে চাঁদ নিজের চারিদিকে ঘুরতে থাকে আজ সেই কক্ষপথের সবথেকে দূরবর্তী স্থানে পৌঁছবে চাঁদ। ফলে পৃথিবী থেকে চাঁদকে দেখতে লাগবে সাধারণ আয়তনের থেকে অনেক ছোট। ২২ এপ্রিল রাত ৯.৩৫ মিনিটে দেখা যাবে 'মিনি মুন'। এবছরেরই শুরু দিকে চাঁদ এসেছিল পৃথিবীর সবথেকে কাছে ফলে দেখা গিয়েছিল 'সুপার মুন'। 'মিনি মুন' হবে 'সুপার মুন'-এর থেকে ১৪ শতাংশ ছোট। এরপর আবার 'মিনি মুন' দেখা যাবে ১৫ বছর পর, ১০ ডিসেম্বর ২০৩০।