সমাজ সংস্কার করতে গিয়ে শেষমেশ `সংসার ভাঙলেন` অক্ষয়?
ওয়েব ডেস্ক : উদ্দেশ্য ছিল সমাজ সংস্কার করা। দেশের প্রতিটি গ্রামের বাড়িতে বাড়িতে শৌচালয় তৈরি, নিকাশী ব্যবস্থা উন্নতি ঘটানোর বার্তা পৌঁছে দিতে চেয়েছিলেন অক্ষয়। কিন্তু সমাজ সংস্কার করতে নেমে এবার অক্ষয় বোধহয় পড়তে চলতে চলেছেন 'সংসার ভাঙা'র দায়ে!
বিয়ের পর বাড়িতে এসেছে নববধূ। এসেই নববধূ দেখেন, শ্বশুরবাড়িতে শৌচালয় নেই। শ্বশুরবাড়িতে তিনি অনুরোধ জানান শৌচালয় তৈরির জন্য। কিন্তু তাঁর কথা না শুনে উল্টে তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।
এরপরই ঘটনার কথা জানিয়ে সোজা বিবাহবিচ্ছেদের মামলা ঠুকে দেন ওই মহিলা। কারণ হিসেবে উল্লেখ করেন, শ্বশুরবাড়িতে শৌচালয় না থাকা ও তাঁর উপর অত্যচারের কথা। সব শোনার পর নববধূর আর্জিতে সম্মতি জানায় আদালত। এমনকি বাড়িতে শৌচালয় না থাকা 'নিষ্ঠুর ঘটনা' বলেও রায়ে উল্লেখ করেন বিচারক। ঘটনাটি ঘটেছে রাজস্থানের ভিলওয়ারা গ্রামে।
আরও পড়ুন, চুক্তিবদ্ধ শ্রমিক হতে গররাজি, মহিলার নাক কাটল ২ ব্যক্তি