`স্বচ্ছ ভারত`-এর শৌচালয়ে চলছে রান্নাবান্না, দেখে চক্ষু চড়কগাছ সরকারি কর্তার
ওয়েব ডেস্ক: 'স্বচ্ছ ভারত' অভিযানের তদারকিতে বেরিয়ে চক্ষু ছানাবড়া সরকারি আধিকারিকের। মধ্যপ্রদেশের শিবপুরী জেলার বদরবাসে এক পরিবার প্রকল্পের অধীনে তৈরি শৌচাগারে রীতিমতো চলছে রান্নাবান্না। শুনে পেটের ভাত উঠে এলেও একেবারে সত্যি এই ঘটনা। আর বাড়িতে শৌচাগার থাকা সত্ত্বেও এখনো মাঠেই নিবৃত্ত হতে যান পরিবারের সদস্যরা।
মধ্যপ্রদেশের শিবপুরী জেলার বদরবাস ব্লকের বামৌর খুর্দ গ্রামের কুন্ডাই গ্রামে এই ঘটনা যদিও বিচ্ছিন্ন নয়। সরকারি সহায়তার ১২ হাজার টাকা দিয়ে বাড়িতে শৌচাগার বানিয়েছেন অনেকেই, কিন্তু ব্যবহার হয় না। প্রয়োজনের তাগিদে সেই শৌচাগার বদলে গিয়েছে কখনও রান্নাঘর বা কখনও মুদি দোকানে। বিষয়টি প্রথম নজরে আসে এক পঞ্চায়েত কর্মীর। শৌচাগার থেকে ধোঁয়া বেরোতে দেখে খোঁজ নেন তিনি। শৌচাগারে রান্নাবান্না চলছে বুঝে তিনি খবর দেন 'স্বচ্ছ ভারত' অভিযানের আধিকারিককে।
আরও পড়ুন - জাতীয় সড়কে ধস, চোখের সামনে চাপা পড়ল ৭টি গাড়ি, দেখুন ভিডিও