ওয়েব ডেস্ক: আগামিকাল সব ব্যাঙ্কের সব শাখায় প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। কাল ব্যাঙ্কে গিয়ে নোট বদল করতে পারবেন শুধুমাত্র প্রবীণ নাগরিকেরাই। অন্যরা এই সুবিধা পাবেন না। তবে অন্য গ্রাহকেরা যথারীতি অ্যাকাউন্টে টাকা জমা দিতে বা অ্যাকাউন্ট থেক টাকা তুলতে পারবেন। এছাড়া চালু থাকবে ব্যাঙ্কের অন্যান্য পরিষেবাও।


আরও পড়ুন- একমাত্র এই নোটটাতেই সই করেন না RBI গভর্নর


উল্লেখ্য, এই মাসের আট তারিখ থেকে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল ঘোষণা হওয়ার পর থেকে কার্যত 'আশঙ্কিত' হয়ে পড়েন অনেক সাধারণ মানুষই। ব্যাঙ্ক ও এটিএমের সামনে দীর্ঘ সর্পিল লাইন পড়তে শুরু করে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাঙ্ক বা এটিএমের লাইনে দাঁড়িয়ে প্রবীন ব্যক্তিদের অসুস্থ হয়ে পড়ার খবর আসতে শুরু করে। আর তাই এমন একটি পদক্ষেপ নেওয়া হল বলে মনে করা হচ্ছে।


আরও পড়ুন- নতুন ২০০০ টাকার নোটের শক্তি পরীক্ষা