ওয়েব ডেস্ক : বর্ষাকাল। বৃষ্টিভেজা ছুটির দিনে সদলবলে পিকনিকে বেরনো। কিন্তু তখনও জানা ছিল না, পরিণতিটা কী হতে চলেছে!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ইন্দোরের কাছে পটলপানি বলে একটা জায়গা। সপ্তাহান্তে সেখানে লোকেরা ভিড় জমায়। খানা-পিনা, হই-হুল্লোড়। কাছেই আছে একটা ছোট্ট ফলস। হাঁটুজল নদী পেরিয়ে অনেকেই পৌঁছে যান ফলসের ধারে। সেখানে বসে ছবি তোলা, গল্প করা। সবই চলে। কেউই খেয়াল করেন না যে, নদীর পাড়ে একটা বোর্ড টাঙানো রয়েছে। সেখানে বারবার করে সবাইকে  নদীতে নামতে নিষেধ করা হয়েছে।


সেদিনও ১৫-২০ জনের একটা দল পিকনিক করতে যায় পটলপানিতে। নদীতে নেমে চলে হুল্লোড়। কিন্তু এরমধ্যেই আচমকা নদীতে জল বাড়তে শুরু করে। শুরু হয় নদী ছেড়ে তীরে পালিয়ে আসার চেষ্টা। কিন্তু ততক্ষণে একটু একটু করে জল বেড়ে গেছে বেশ অনেকটাই। বেশ কয়েকজন পালিয়ে আসতে পারলেও নদীর মাঝে একটা পাথরের উপর আটকে যায় একটি পরিবার। কোনওরকমে দাঁড়িয়ে থাকার চেষ্টা করে তারা। কিন্তু প্রবল জলস্রোতের তোড়ে একসময় সব চেষ্টা ব্যর্থ হয়। দেখুন সেই ভয়াবহ ভিডিও,