ওয়েব ডেস্ক : সকাল থেকেই জম্মু ও কাশ্মীরর দুটি জায়গায় শুরু হয়ে গেল সেনা-জঙ্গি গুলির লড়াই। অনন্তনাগের একটি বাড়িতে লুকিয়ে থাকা জঙ্গিকে গুলি করে মারল সেনা। অন্যদিকে, গুলির লড়াই  চলে বারামুলা জেলার সোপরে। সেখানে দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে লস্কর-ই-তইবার কমান্ডার আবু বকরকে নিকেশ করে ভারতীয় সেনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- মোবাইল গেমে ম্যালওয়ারের মাধ্যমে ভারতের প্রতিরক্ষা তথ্য জেনে নিচ্ছে ISI!


আজ সকাল থেকেই জেলার বিভিন্ন জায়গায় তল্লাশি চালান সেনা জওয়ানরা। খবর ছিল সেখানে লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন জঙ্গি। সঙ্গে রয়েছে আবু বকরও। তল্লাশি শুরু হতেই দু'পক্ষের মধ্যে শুরু হয় গুলির লড়াই। চলে দীর্ঘ কয়েক ঘণ্টা পর্যন্ত।


অবশেষে সোপরের বোমাইতে দুপুরের কাছাকাছি সময় সেনাবাহিনীর গুলিতে প্রাণ যায় আবু বকরের। সাম্প্রতিক কালে এটাই সেনাবাহিনীর সবথেকে বড় সাফল্য বলে মনে করা হচ্ছে।