ওয়েব ডেস্ক : দাম কমল ৬৮৪টি অত্যাবশ্যকীয় ওষুধের।  আরও ৭৭টি জীবনদায়ী ওষুধের দাম বাড়ল না।  জীবনদায়ী ওষুধ নিয়ে এক বিজ্ঞপ্তি জারি করেছে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি। মোট ৭৬১ ওষুধের নতুন দাম জানিয়েছে NPPA। দাম কমছে ক্যান্সার ইঞ্জেকশন, ব্রেন ক্যানসার ট্যাবলেট, হরমোনের ওষুধ, যৌনরোগের ওষুধ। পাশাপাশি GST-তে বাড়ছে না স্টেন্টের দামও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ক্যান্সারের ইঞ্জেকশন জোলেড্রনিক অ্যাসিড ৪ মিলির দাম কমছে ১৫৬ টাকা। ট্রাসটুজুমাব ৪৪০ মিলির দাম কমছে ২৩৩০ টাকা। ব্রেন ক্যান্সারের ট্যাবলেট টেমোজোলোমাইড দাম কমছে ১৪৮ টাকা। হরমোন ইঞ্জেকশন সোমাটোস্টেটিনের দাম কমছে ৫৯ টাকা। ক্যান্সারের ইঞ্জেকশন রিটুজিম্যাবের দাম কমছে ২৯ টাকা। ক্যান্সারের ওষুধ ইমাটিনিব ক্যাপসুল ৪০০ মিলি. দাম কমছে ১০০ টাকা।


হরমোন রিলিজিং IUD-র দাম কমছে ১৪৩ টাকা। কেমোথেরাপি ড্রাগ জেমসিটাবাইন ১ মিলির দাম কমছে ২০৬ টাকা। ব্রেস্ট ক্যান্সারের ওষুধ ডকেট্যাক্সেল ৮০ মিলির দাম কমছে ৪৪২ টাকা। কেমোথেরাপির ইঞ্জেকশন ডেকারবাজিন ৫০০ মিলির দাম কমছে ৩৮ টাকা। লিউকোমিয়ার ওষুধ সাইটোসিন অ্যারাবিনোসাইড ১০০০ মিলির দাম কমছে ৪০ টাকা। লিউকোমিয়ার ওষুধ ক্লোরামবুসিল ৫ মিলির দাম কমছে ৩১ টাকা।


কোলন ক্যান্সারের ওষুধ ক্যাপেসিটাবাইন-এর দাম কমছে ৪৯ টাকা। মস্তিষ্কের কোষের ক্যান্সারের ওষুধ বোর্টেজোমিব-এর দাম কমছে ৪৭৭ টাকা। যৌন রোগের ওষুধ অ্যালপ্রোস্টাডিল ৫ মিলির দাম কমছে ২২০ টাকা। অ্যান্টিবায়োটিক অ্যাসিক্লোভি ৫০০ মিলির দাম কমছে ১৮ টাকা। বাড়ছে না স্টেন্টের দাম। বেয়ার মেটাল স্টেন্টের দাম অপরিবর্তিত থাকছে ৭৪০০ টাকা, ড্রাগ ইলিউটিং স্টেন্টের দাম ৩০১৮০ টাকা।


আরও পড়ুন, GST-র ধাক্কায় লাটে উঠেছে ওষুধ বিক্রি, বিপদে রাজ্যের মানুষ