নিজস্ব প্রতিবেদন:  বিরাট আকার নিয়েছে করোনা পরিস্থিতি। তার মাঝে উদ্বেগ বাড়িয়েছেমজুত থাকা ভ্যাকসিনের সংখ্যা। তাই জরুরি বৈঠকের ডাক দিয়েছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।  বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হবে লকডাউনের পথ হাঁবে কিনা রাজ্য? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তবে, ইতিমধ্যে সম্পূর্ণ লকডাউনের ইঙ্গিত দিয়েছে উদ্ধব ঠাকরে। ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ৫৮,৯৯৩। মৃতের সংখ্যা ৩০১। সে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৩২,৮৮,৫৪০। যার মধ্যে সক্রিয় ৫,৪,৬০৩। 


ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজনৈতিক দল গুলির সঙ্গে পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বৈঠক করবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। 


রাজ্যে প্রতিদিন ৫০ হাজারের বেশি আক্রান্ত হচ্ছে। যে গতিতে সংক্রমণ বাড়ছে, তা অব্যাহত থাকলে মহারাষ্ট্রে শীঘ্রই সক্রিয় রোগীর সংখ্যা হবে ১০ লক্ষ। এই পরিস্থিতি এড়াতে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছে মহারাষ্ট্র প্রসাশন। 



প্রসঙ্গত, শুক্রবার থেকে সোমবার সকাল ৭ টা পর্যন্ত চলবে লকডাউন। এছাড়া, জারি রয়েছে নাইট কার্ফু। সন্ধে ৮ টা থেকে সকাল ৭টা পর্যন্ত জারি থাকছে ১৪৪ ধারা।