নিজস্ব প্রতিবেদন: যাত্রীদের জন্য থাকছে ট্রেন হোস্টেস, স্পেশাল লাউঞ্জ, পিক অ্যান্ড ড্রপের সুবিধা। বদলে যাবে ট্রেন সফরের অভিজ্ঞতা। এসবই মিলবে দিল্লি-লখনউ তেজস এক্সপ্রেসে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-হোয়াটস অ্যাপের মাধ্যমেই হত যোগাযোগ, নরেন্দ্রপুরে বেআইনি অস্ত্র কারবারের মাথাকে ধরে ফেলল পুলিস


অক্টোবরেই চালু হচ্ছে দিল্লি-লখনউ তেজস এক্সপ্রেস। এর এই এক্সপ্রেসে থাকছে যাত্রীদের জন্য একাধিক সুবিধা। নবরাত্রিতে এই এক্সপ্রেসের আনুষ্ঠানিক সূচনা করবেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।



তেজস এক্সপ্রেস চালাবে বেসরকারি সংস্থা। ওই বেসরকারি স্ংস্থাকে বেছে নেওয়া হবে নিলামের মাধ্যমে। ডায়ানামিক ফেয়ার সিস্টেমে ধার্য হবে তেজসের ভাড়া। রাজধানী ও শতাব্দি এক্সপ্রেসের পর তেজসেই এই পদ্ধিতিতে ভাড়া ঠিক করা হবে। রেল সূত্রে জানা যাচ্ছে তেজসের ভাড়া হবে বিমানের থেকে কম।



আরও পড়ুন-2022 FIFA World Cup Qualifiers: দোহায় এশিয়ান চ্যাম্পিয়ন কাতারকে রুখে দিল ভারত


রেল সূত্রে খবর, যাত্রীদের বাড়ি থেকে লাগেজ নিয়ে আসার ব্যবস্থা থাকবে এই ট্রেনে। পাশাপাশি বিজনেস ও একজিকিউটিভ ক্লাসের যাত্রীদের জন্য থাকছে বিশেষ লাউঞ্জ। যাত্রীরা হোটেল বুকিং, ট্যাক্সি বুকিংয়েরও সুবিধা পাওয়া যাবে অনলাইনে। খাবারের আনা হচ্ছে বৈচিত্র। মিলবে ফ্রুট স্যালাড, কর্ন ফ্লেক্স।