নিজস্ব প্রতিবেদন: অপহরণকারীকে ধরতে দুশো কিলোমিটার দৌড়ল এক্সপ্রেস ট্রেন। রেল পুলিসের তত্পরতায় উদ্ধার হল ৩ বছরের এক শিশু। পাকড়াও 'অপহরণকারী'।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৪ হাজারের ওপরেই, একদিনে মৃত্যু ৫৯ জনের 


স্পষ্ট করা বলা যাক। পুলিস সূত্রে খবর, সোমবার ওই ৩ বছরের শিশুটিকে অপহরণ করে উত্তরপ্রদেশের ললিতপুর স্টেশনে আসে 'অপহরণকারী'। তার পর সে উঠে পড়ে রাপতিসাগর এক্সপ্রসে। এদিকে শিশুটির খোঁজ করতে করতে ললিতপুর স্টেশনে চলে আসে তার পরিবার। সোজা অভিযোগ করে রেল পুলিসের কাছে। এরপরই তত্পর হল আরপিএফ।


স্টেশনে সিসিটিভি ফুটেজে দেখা যায় শিশুটিকে নিয়ে রাপতিসাগর একপ্রেসে উঠছে এক ব্যক্তি। ললিতপুর রেল পুলিসের এসপি এম এম বেগ সংবাদমাধ্যমে জানান, শিশুটির পরিবার এসে বলে তাদের সন্তানকে অপহরণ করা হয়েছে। সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেয় আরপিএফ। কিন্তু ততক্ষণে ভোপালের দিকে যাত্রা করেছে ট্রেনটি।


আরও পড়ুন-ছবি: দশমীর বিকেলও দর্শনার্থীর ঢল শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে


রেলপুলিস যোগাযোগ করে কন্ট্রোলরুমে। ললিতপুরের পরের স্টেশন ঝাঁসিতে দাঁড়ানোর কথা ছিল ট্রেনটির। রেল পুলিস ঝাঁসির আরপিএফকে অনুরোধ করে ট্রেনটিকে ঝাঁসিতে দাঁড় না করিয়ে সোজা ভোপালে দাঁড় করানোর কথা বলতে। সেই মতোই কাজ হয়। ললিতপুর থেকে ভোপালের দূরত্ব ২৪১ কিলোমিটার। ললিতপুর থেকে টানা দৌড়ে রাপতিসাগর এক্সপ্রেস গিয়ে দাঁড়ায় ভোপাল স্টেশনে। সঙ্গে সঙ্গে ট্রেনটিকে ঘিরে ফেলে আরপিএফ। গ্রেফতার করা হয় সেই অপহরকারীকে। উদ্ধার হয় শিশুটি।


এদিকে, ওই অপহরণকারীকে জেরা করে জানা গিয়েছে সে শিশুটির বাবা। স্ত্রী সঙ্গে ঝগড়া করে মেয়েকে কোলে নিয়ে ভোপালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারা থাকত ললিতপুর স্টেশনের কাছেই।