নিজস্ব প্রতিবেদন : আপনমনে হাঁটতে হাঁটতে মানুষের পথ ভুলে যাওয়া নতুন বিষয় নয়। এরকম অভিজ্ঞতা কমবেশি আমাদের অনেকেরই রয়েছে। কিন্তু তাই বলে পথ ভুলে গেল আস্ত একটা ট্রেন? ঠিক এমনটাই  ঘটেছে। দিল্লি থেকে মহারাষ্ট্রে যাওয়ার বদলে পথ ভুলে মধ্যপ্রদেশে গিয়ে পৌঁছাল ট্রেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০ নভেম্বর নয়াদিল্লির সফদরজং রেলস্টেশন থেকে নির্দিষ্ট সময়েই যাত্রা শুরু করে স্বাভিমানী এক্সপ্রেস। গন্তব্য মহারাষ্ট্রের কোলাপুর। দিল্লিতে বিক্ষোভরত কিষাণ সংঘর্ষ কো-অর্ডিনেশন কমিটির ২,৫০০ জন কৃষকের জন্য বিশেষভাবে বন্দোবস্ত করা হয় ট্রেনটির। মহারাষ্ট্রে যাওয়ার বদলে ভুল পথ ধরে ১৬০ কিলোমিটার চলে ট্রেনটি পৌঁছে যায় মধ্যপ্রদেশের বানমোরে।


ট্রেন যে ভুল পথে চলছে তা বোঝেননি খোদ চালকও। ট্রেন থেকে নেমে কৃষকরাই দেখতে পান, তাঁরা কোলাপুর নয় বানমোরে পৌঁছে গিয়েছেন। এই ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েন কৃষকরা। এর পিছনে 'ষড়যন্ত্র' রয়েছে বলেও দাবি করেন তাঁরা।


আরও পড়ুন, মহিলার পেট কেটে বেরল দেড় কেজি চুলের দলা!


এরপর ওই ট্রেনকে ফের কোলাপুরের উদ্দেশে রওনা করানো হয়।