ওয়েব ডেস্ক: গ্রেটার কোচবিহারের দাবিতে সমর্থকদের রেল রোকো আন্দোলন চলছে। রেল রোকো আন্দোলনের জেরে সম্পূর্ণ বিপর্যস্ত ট্রেন পরিষেবা। আন্দোলনকারীরা রেললাইনের ওপর শুয়ে অবরোধ চালিয়ে যাচ্ছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পড়ুন গ্রেটার কোচবিহার আন্দোলন ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠল কোচবিহার


আপ-ডাউন দুই লাইনেই পরিষেবা লাটে উঠেছে। বিভিন্ন জায়গা থেকে গাড়ি করে আরোও সমর্থকেরা এসে জড়ো হচ্ছেন কোচবিহার রেল স্টেশনে। সন্ধের পর থেকে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। শিলিগুড়ি ভায়া চ্যাড়াবান্ধা রেলের উদ্বাধন হওয়ার কথা ছিল। কিন্তু গ্রেটার কোচবিহারের আন্দোলনের জেরে সেই সূচী বাতিল করা হয়েছে। ট্রেন না মেলায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন এই বিলম্ব তা নিয়েও উঠছে প্রশ্ন। প্রশ্নের মুখে প্রশাসনের ভূমিকা।