নিজস্ব প্রতিনিধি:  রূপান্তরকামীদের আবারও সামাজিক জয়। প্রশাসনের সর্বসম্মতিতে এবার থেকে চণ্ডীগড়ের রূপান্তরকামীরা নামের আগে লিখতে পারবেন Mx। যেমন পুরুষরা তাঁদের নামের আগে Mr. ও মহিলারাMs. বা Mrs. লেখেন, সেরকমভাবে চণ্ডীগড়ের রূপান্তকামীরাও তাঁদের নামের আগে Mx. ব্যবহার করতে পারবেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


চণ্ডীগড়ের অ্যাডিশনাল ডেপুটি কমিশনার রাজীব গুপ্তা জানান, ''ট্রান্সজেন্ডার ওয়েলফেয়ার বোর্ডের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এবার থেকে তাঁরা নামের আগে Mx. লিখবেন রূপান্তরকামীরা।


Mx লেখার নিয়ে দীর্ঘদিন ধরেই দাবি জানাচ্ছিলেন চণ্ডীগড়ের রূপান্তরকামীরা। তাঁদেরই আর্জি মেনে  চণ্ডীগড় প্রশাসন জানায়, এবার যে কোনও আবেদনপত্রে বা অ্যাডমিশন ফর্মে তৃতীয় লিঙ্গের মানুষেরা Mx. লিখতে পারবেন। এই সিদ্ধান্তকে সামিজক জয় বলেই মনে করছেন চণ্ডীগড়ের রূপান্তরকামীরা।