বিমানভাড়ায় বিশেষ ছাড়, দেশের যে কোনও প্রান্তে যান মাত্র ১,২১২ টাকায়!
চার দিনের জন্য সেল শুরু হয়েছে মঙ্গলবার অর্থাৎ ১০ জুলাই। চলবে ১৩ জুলাই পর্যন্ত
নিজস্ব প্রতিবেদন: ট্রেনের থেকেও কম খরচে বিমানে দেশের ৪২টি শহরে সফর! এবার এমনই চমক নিয়ে এল ইন্ডিগো।
মোট ১২ লাখ আসনের ভাড়ায় ছাড় দিচ্ছে ইন্ডিগো। নূন্যতম ভাড়া নির্ধারণ করা হয়েছে ১,২১২ টাকা। তবে এ ক্ষেত্রে শর্ত একটাই, ভ্রমণ করতে হবে ২৫ জুলাই থেকে ৩০ মার্চ ২০১৯ পর্যন্ত। চার দিনের জন্য সেল শুরু হয়েছে মঙ্গলবার অর্থাৎ ১০ জুলাই। চলবে ১৩ জুলাই পর্যন্ত।
আরও পড়ুন-বিমানবন্দরে মহিলার গোপনাঙ্গ, জরায়ু থেকে উদ্ধার মাদক!
বিমান সংস্থার স্ট্রটেজি অফিসার উইলিয়াম বোল্টার সংবাদ মাধ্যমে জানিয়েছেন, ‘এ বছর ৪ অগস্ট ১২ বছরে পা দেবে ইন্ডিগো। এই উপলক্ষে মোট ১২ লাখ আসনের ভাড়ায় বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। ৫৭টি শহরে ওই বিশেষ ভাড়ায় বিমান চালানো হবে। সেল শুরু হয়েছে মঙ্গলবার। শেষ হবে ১৩ জুলাই।’
ইন্ডিগোর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এসবিআই-এর কার্ডে টিকিট কাটলে ৫ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। তবে ক্যাশব্যাকের সর্বাধিক অঙ্ক হবে ৫০০ টাকা। ওই টাকা গ্রাহকের অ্যাকাউন্টে চলে যাবে এ বছর ১৪ সেপ্টেম্বর।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর সফরের মধ্যেই সন্দেহজনক ড্রোন আকাশে, চিন্তিত পুলিস
উল্লেখ্য, দেশের ৪২টি ও বিদেশের ৮টি গন্তব্যে রোজ বিমান চালায় ইন্ডিগো। ফলে কম ভাড়ায় আপনার পছন্দ মতো গন্তব্য যাত্রা করা এখন শুধু সময়ের অপেক্ষা।