ওয়েব ডেস্ক: বৃহস্পতিবার করা তৃণমূল সাংসদদের PMO অভিযান নিয়ে রিপোর্ট চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। কী করে নিরাপত্তাবেষ্টনী এড়িয়ে সাংসদরা ভিতরে ঢুকলেন? এই প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যা চেয়েছেন নরেন্দ্র মোদী। গতকাল সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির প্রতিবাদে PMO অভিযান করেন তৃণমূল সাংসদরা।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন রাজ্যে উন্নয়নমূলক কাজের গতিপ্রকৃতি বুঝতে আজ টাউন হলে প্রশানিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী


মাত্র ৩২ জন সাংসদ ভেঙে দেন জাতীয় সচিবালয়ের নিরাপত্তা বেষ্টনী। SPG-কে পাশ কাটিয়ে সোজা ঢুকে যান প্রধানমন্ত্রীর দফতরের বেষ্টনীতে। প্রধানমন্ত্রীর দফতরের ভিতরে ঢুকে লাগাতার স্লোগান।  প্রধানমন্ত্রীরই অপসারণ দাবি। ৭০ বছরে এমন নজিরবিহীন বিক্ষোভ নিয়ে জাতীয় রাজনীতিতে তোলপাড় পড়ে গিয়েছে।


আরও পড়ুন  আজ থেকে দিল্লিতে শুরু ২ দিনের জাতীয় কর্মসমিতির বৈঠক